ফেসবুক অত্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও অনেকেই জানেনা কী করে একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। দুর্বল সিকিউরিটি সেটিংসের কারণে তাই আইডি হ্যাকিং এর কবলে পড়ছেন অনেকেই। আইডি হ্যাক করে অনেক সময় সেই প্রোফাইল থেকে অশালীন পোস্ট করা হয় অথবা ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের কাছে প্রতারণামূলক মেসেজ পাঠানো হয়। এসব ঘটনা সেই ব্যবহারকারীর জন্য অত্যন্ত বিব্রতকর হতে পারে।
হ্যাকড অ্যাকাউন্ট ফেরত পাবার বিভিন্ন প্রাথমিক উপায় রয়েছে। তবে সে সকল পদক্ষেপ নেয়ার পরও যদি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা না যায় তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ হবে এলাকার পুলিশ ষ্টেশনে গিয়ে জিডি করা। জিডির কপিটি সাথে রাখতে হবে। জিডি করার পর দ্বিতীয় কাজ হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সাইবার নিরাপত্তা বিভাগে যোগাযোগ করা(হটলাইনের নাম্বারঃ ০১৭৬৬৬৭৮৮৮৮)।
এক্ষেত্রে আপনাকে দুটি অপশন দেয়া হবে।
অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা।
অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ করে দেয়া।
হটলাইন নাম্বার থেকে আপনাকে একটি ই-মেইল অ্যাড্রেস (info@cybernirapotta.net) দেয়া হবে। এই ই-মেইল অ্যাড্রেস এ কিছু অ্যাটাচমেন্ট পাঠাতে হবে-
জিডির স্ক্যান করা কপি।
ভোটার আইডি কার্ডের রঙ্গিন স্ক্যান কপি।
হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টের লিংক।
আগে কখনও ব্যবহার করা হয়নি, আপনার এমন নতুন একটি ই-মেইল আইডি।
সব অ্যাটাচমেন্টসহ ই-মেইল পাঠিয়ে দেওয়ার পর হটলাইনে কল করে ই-মেইল পেয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেন। এরপর তিন দিনের ভেতর আপনার হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট উদ্ধার করে আপনাকে ফোন দিয়ে জানানো হবে। এভাবে খুব সহজেই আপনি সাইবার হামলা প্রতিহত করতে পারবেন।
এটি সেচ্ছাসেবামুলক সংগঠন।আমদের কাজ সমাজের উন্নয়ন।।.এবং লেখা কিছু বৈজ্ঞানিক সমাজ গবেষণা।
Latest News:
Monday, September 18, 2017
ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে উদ্ধার করবেন?
Subscribe to:
Post Comments (Atom)
Copyright © 2014 nayan's foundation jessore All Right Reserved
No comments:
Post a Comment