এই সময়ে মোবাইল ফোন ছাড়া নিজেকে কল্পনা করাই কষ্টকর। এর যেমন রয়েছে বহুবিদ সুবিধা, তেমনি রয়েছে বেশ কিছু সমস্যা। কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা মোবাইল ফোন দিয়ে বিভিন্ন মানুষকে উত্যক্ত করে। মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় প্রত্যেকেরই প্রায় এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে নারীরা প্রায়শই এমন বিব্রতকর অভিজ্ঞতার মুখে পড়েন। কাউকে ফোন করে উত্যক্ত করা অপরাধের আওতায় পড়ে। এই ধরনের অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা যায়। কোন নাগরিক চাইলে পুলিশের কাছে উত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। আবেদনকারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
মোবাইল ফোনে কেউ আপনাকে উত্যক্ত করলে করণীয় কি :
আপনাকে কেউ উত্যক্ত করলে তার বিরুদ্ধে লিখিতভাবে আবেদন করতে হবে। মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে আবেদনটি নিকটস্থ থানায় কর্তব্যরত অফিসারের কাছে আবেদন জমা দিতে হবে। কর্তব্যরত অফিসার সেই আবেদনটি গ্রহণ করে একটি জেনারেল ডায়েরি বা জিডি করবেন এবং আবেদনকারীকে একটি জিডি নম্বর প্রদান করবেন। এরপর পুলিশ তাদের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে অপরাধীকে শনাক্ত করবে এবং আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবে।
উত্যক্তকারীর বিরুদ্ধে পুলিশের সেবার সুবিধা:
উত্যক্তকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায়
অন্যকে উত্যক্ত করার মতো অপরাধ সমাজ থেকে দূর হয়
পুলিশের কাছে নাগরিক সেবা পাওয়া যায়
নাগরিকের নিরাপত্তা বৃদ্ধি পায়
পুলিশ অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন
উত্যক্তকারীর বিরুদ্ধে পুলিশের সেবার বিবরণ :
সেবা প্রাপ্তির যোগ্যতা : বাংলাদেশের যে কোন নাগরিক
প্রয়োজনীয় কাগজপত্র : আবেদন পত্র
প্রয়োজনীয় খরচ : বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়
প্রয়োজনীয় সময় : ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২/৩ দিন
কাজ শুরু হবে : নিকটস্থ থানা
আবেদনের সময় : সারা বছর যে কোন সময়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা : ওসি, এসআই/এএসআই
সেবা না পেলে কোথায় যাবেন : সার্কেল এ এস পি
বিস্তারিত তথ্যের জন্য : পুলিশ হেল্প লাইন ১০০ অথবা ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ এ ফোন করুন।
প্রয়োজনীয় ওয়েবসাইট : http://www.police.gov.bd
এটি সেচ্ছাসেবামুলক সংগঠন।আমদের কাজ সমাজের উন্নয়ন।।.এবং লেখা কিছু বৈজ্ঞানিক সমাজ গবেষণা।
Latest News:
Monday, September 18, 2017
মোবাইল ফোনে কেউ আপনাকে উত্যাক্ত করলে কি করবেন ?
Subscribe to:
Post Comments (Atom)
Copyright © 2014 nayan's foundation jessore All Right Reserved
No comments:
Post a Comment