ভারতীয় নারীদের ইজ্জতের চেয়ে ওদের দেশের গরুর দাম বেশি
সম্প্রতি ভারতে অনেক গুলো ধর্ষণ ঘটনা ঘটে।এর মধ্যেউল্লেখযোগ্য হচ্ছে-পিতার হাতে আপন মেয়ে ধর্ষণ,টয়লেতে কিশোরী ধর্ষণ বাসে প্রেমিকের সামনে প্রেমিকাকে গন ধর্ষণ ্গাড়িতে উচ্চ শব্দে মিউজিক বাজিয়ে গণ ধর্ষণ, এমনকি বিদেশি নারিদের ছার দেয়া হয়নি এই ধর্ষণ কাজে। লক্ষ্য করবেন, এতো নারী ধর্ষণ হবার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করার সাথে গুলি মারেনি।বরং তাদের বিচারের নামে জামাই আদর করা হচ্ছে। অথচদের দেশের সামান্যএকটা গরু যদি তথাকথিত বাংলাদেশি চোর বর্ডার পার করতে যায় তখন তারা কোন রকম গ্রেফতার না করে সরাস্রি গুলি মেরর দেয়।এছারা নানা রকম নির্যাতন করে, ভারত বাসীর বিবেক বুদ্ধি লোপ পেয়েছে
এইসব দিক বিবেচনা করলে দেখা যায়, ওদের দেশের নারীর ইজ্জতের চেয়ে ওদের দেশের গরুর ইজ্জতের মুল্য ওদের কাছে বেশি। নইলে গরু কিনে আনা অথবা গরু চুরি কি ধর্ষনের চাইতে বড় অপরাধ?
ইজ্জত গেলে কিছু বলে না, অথচ গরু গেলে ওদের পশ্চাদ গরম হইয়ে যায়। আসলে বুঝতে হবে গরুতো মা। ২পা ওয়ালা মায়ের ইজ্জত গেলেই বা কি হবে?
৪ পা ও্যালা মায়ের ইজ্জততো বাচাইতেছে অরা সব করতে পারে।।
ভারতের অনেক তারকা বিশিষ্টজন বলে , বাংলাদেশ কে নাকি ওরা১৯৭১ সালে তৈরি করেছে,
আবালদের বলতে চাই তোমাদের জন্য দেশ সাধীন হয়নি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিজ য় অর্জিত হয়েছে,
ভারত এসেছে শুধুমাত্র তাদের সার্থের জন্য,এই ভারত আরও বাঙালী ওমুসলীমদের জায়গা দখল করেছে...।।
No comments:
Post a Comment