এটি সেচ্ছাসেবামুলক সংগঠন।আমদের কাজ সমাজের উন্নয়ন।।.এবং লেখা কিছু বৈজ্ঞানিক সমাজ গবেষণা।

Latest News:

Wednesday, March 22, 2017

ক্ষমা সম্পর্কে বিজ্ঞানসম্মত ১৪ বিষয়




 ক্ষমাশীল হওয়াটা স্বাস্থ্যের জন্যও ভালো। ক্ষমাশীলতা সম্পর্কে বৈজ্ঞানিক ১৪টি পর্যবেক্ষণ নিয়ে দুই পর্বের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্বে থাকছে ৭টি বিষয়।

বিড়াল কখনই ক্ষমা করে না
গরিলা এবং শিম্পাঞ্জির মতো প্রাচীণ বন্য প্রাণীরা প্রায়ই আলিঙ্গন বা চুম্বনের মতো মুহুর্তে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। ছাগল এবং হায়েনাদের মতো প্রাণীদের মধ্যে একই আচরণ পরিলক্ষিত হয়। শুধুমাত্র একটি প্রজাতির মধ্যেই এখনও পর্যন্ত ক্ষমাশীলতার কোনো বাহ্যিক লক্ষণ দেখা যায়নি। আর সেই প্রজাতিটি হচ্ছে, গৃহপালিত বিড়াল।

কোনো অপরাধই ক্ষমার অযোগ্য নয়
ক্ষমাশীলতা নিয়ে গবেষণা করা মনোবিজ্ঞানী রবার্ট ইনরাইট বলেন, ‘আমি বিশ্বে এমন কোনো কর্ম খুঁজে পাইনি যার জন্য অন্তত একজন মানুষ ক্ষমা পায়নি।’

কিন্তু বিশ্বাসঘাতকতা সম্পর্কে হুঁশিয়ার
২০১০ এর একটি সমীক্ষা অনুযায়ী, ক্ষমার অযোগ্য সবচেয়ে সাধারণ অপরাধ হচ্ছে, বিশ্বাসঘাতকতা। যার মধ্যে সম্পর্ক ভাঙা, প্রতারণা, প্রতিজ্ঞা ভাঙা এবং বেফাঁস গোপন কথা ফাঁসের ঘটনাই সবচেয়ে বেশি ঘটে।

ক্ষমা বিভিন্ন ধরনের হয়
কেউ হয়তো আপনার প্রতি অবিচার করেছে, আপনি সিদ্ধান্ত নিলেন যে তার সঙ্গে আন্তরিকভাবে আচরণ করবেন। এটিকে বলে সিদ্ধান্তজনীত ক্ষমা। আবার সহানুভূতি, সমবেদনা, সহানুভূতি এবং এমনকি ভালোবাসার মতো ইতিবাচক আবেগের কারণে যখন আপনি কাউকে ক্ষমা করে দেন তখন তাকে বলে আবেগজনীত ক্ষমা।

অল্প বয়সী বাচ্চারা সহজে ক্ষমা করতে পারে
এক গবেষণায় দেখা গেছে, দশ এবং এগার বছর বয়সীদের চাইতে, সাত এবং আট বছর বয়সীরা বেশি ক্ষমাশীল। এমনকি তাদের কাছে ক্ষমা চাইতেও হয় না। যারা ক্ষমা প্রার্থনা করে আর যারা ক্ষমা প্রার্থনা করে না উভয় অপরাধীকেই সমভাবেই ক্ষমা করে দেয় তারা।

যারা বর্হিমুখী তাদের ক্ষমা প্রয়োজন
ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বর্হিমুখীরা অন্তর্মুখীদের তুলনায় (এবং তারা অন্যদেরকেই দ্রুতই ক্ষমা করে দেয়) বেশি সক্রিয়। অন্তর্মুখীরা

সুস্থ থাকতে আরো ক্ষমাশীল হোন
মানুষের মনে যখন অসন্তোষ জমতে থাকে তখন তাদের হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায়। অপরপক্ষে ক্ষমাশীলাতায় হৃদয় এবং স্বাস্থ্য  ভালো  থাকে। পাশাপাশি আপনি যখন অতীতের রাগ- অসন্তোষ ভুলে যাবেন তখন তা আপনার ভালো ঘুমের জন্যও সহায়ক হবে।

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট

No comments:

Post a Comment

Copyright © 2014 nayan's foundation jessore All Right Reserved
^